চট্টগ্রামে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

মো:আব্দুর রহিম বাবলু:- চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধিন অক্সিজেন এলাকায় ভুয়া ডাক্তার তাহের জামানের বিভিন্ন প্রতারণা ও কুকর্মের সচিত্র প্রতিবেদন চট্টগ্রামের আলোচিত পাঠক প্রিয় অনলাইন ”সিটিজি ক্রাইম নিউজে প্রকাশিত হওয়ার পর তাহের জামানের ভাড়াটে বাহিনী অনলাইন পোর্টলের প্রকাশক আজগর আলী মানিকের উপর সন্ত্রাসী হামলা চালায়। গত ৯ মে বেলা ২টার সময় অক্সিজেন পুলিশ বক্স এবং বনফুলের সামনে এ হামলা চালায় বলে সূত্রে নিশ্চিত করে। এসময় ভূক্তভোগী আত্মরক্ষায় স্বজোড়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীদের হামলার কবল থেকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে বলে জানা যায়। এসময় আজগর আলী মানিকের উপর হামলার সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে তার অনেক শুভাকাঙ্খীদের মধ্যে স্থানীয় ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব শফিকুল ইসলাম, বায়েজিদ থানা আ”লীগের সিনিয়র সভাপতি আব্দুল নবী লেদু, জিএস কফিল উদ্দিন সদস্য মহানগর যুবলীগ, অক্সিজেন শাখার ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম সাগর ও মো. আজম খানসহ এলাকার প্রত্যক্ষদর্শী ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় ১০/১২ জন হামলাকারী মধ্যে হাশেম শেখের ছেলে রোমান শেখ এবং শিবির ক্যাডার এয়াকুব প্রকাশ পিচ্চি এয়াকুবকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা।  সংশি¬ষ্ট থানার উপ-পুলিশ পরিদর্শক মি. রাম সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম, আব্দুল নবী লেদু, জিএস কফিল উদ্দিনের জিম্মায় আটককৃতদের কাছ  থেকে মুচলেখা দিয়ে ছাড় পাই।  অভিযোগ সূত্রে জানায়  রোমান শেখ দির্ঘ দিন ধরে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় ধৃষ্টতায় ইয়াবা ব্যবসা এবং বেপরোয়া চাঁদাজির পেশায় জড়িত থাকার খবর পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানা ও আদালতে মাদক ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গত ২০০৬ সালে নগরীর কোতয়ালী থানা এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাই দিয়ে স্থানীয়রার পুলিশে দেন।কোতয়ালী থানা পুলিশ  গণধোলাইয়ের  শিকার রোমান শেখকে তৎকালিন মহানগর ম্যাজিট্টেট  এম এ হান্নান এর আদালতের নির্দেশে জেল হাজতে পাঠায় বলে জানা যায়। এসময় রোমান শেখের সাথে রাকিব এবং সাব্বির নামের আরও দুই যুবককে একই মামলা আসামী করে জেল হাজতে পাঠানো হয়। রোমান শেখ শহীদ নগরের পার্শ্ববর্তী রূপনগর আবাসিকের রূপকার বলে দাবি  কর আসছেন। সূত্রে জানা যায় কুখ্যাত রোমান শেখ নগরীর বিভিন্ন এলাকার খুচরা ও পাইকারি স্পটে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করা হয়। এছাড়া রোমান শেখ তৎকালীন চট্টগ্রামের মাদক সম্রাট ও র‌্যাবের ক্রস ফায়ারে মৃত জাহেদুল ইসলাম আলোর একান্ত সহযোগী হিসাবে কাজ করত বলে সূত্র জানায়। জাহেদুল ইসলাম আলোর মৃতর পরে সে হাল না ছেড়ে শহীদ নগরের শক্তিশালী মাদক ব্যবসায়ী নাছিরের সাথে মাদক ব্যবসার পার্টনার হিসাবে খোলা বাজারে কাউন্টার বসিয়ে ব্যবসা করছে বলে সূত্রে জানায়। এছাড়া নাছিরের প্রথম স্ত্রীর সাথে রোমান শেখের দ্বিতীয় স্ত্রীর আত্মীয় সম্পর্ক থাকায় গোপন এবং অবৈধ কাজের রমরমা বাণিজ্য এখন তুঙ্গে। এছাড়া মহানগর গোয়েন্দা পুলিশের হাতে আটক এবং পাহাড়তলী থানায় একাধিক মামলার আসামী জঙ্গী নেতা শাহ আলম মিন্টুর সাথে রোমান শেখের সখ্যতা রয়েছে বলে জানা যায়। চট্টগ্রামের চাঁদাবাজ ও মাদক সম্রাট রোমান শেখের অর্জিত অর্থের একটি বড় অংশ শাহ আলম মিন্টুর জঙ্গী তৎপরতায় বরাদ্ধ করছে বলে সূত্র জানায়। এব্যপারে বায়েজিদ থানা আ’লীগের সিনিয়র সভাপতি আব্দুল নবী লেদু ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, মানিক আমার পরিচিত কিন্ত রোমান শেখ সম্পর্কে আমার জানা নেই তবে সে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া ডা. তাহের জামান সম্মন্ধে লেখ লখি করতে আপত্তি জানান তিনি। ঘটনার দিন উপস্থিত আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের সাবেক জিএস মোঃ কফিল উদ্দীন বলেন আমি ঘটনার দিন থানায় গিয়েছিলাম, তবে এর বেশি কিছু বলতে চায়নি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *