ফেনী প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর হযরত আবু বকর (রা) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১২ মে শুক্রবার বিকালে মাদ্রাসার মিলনায়তনে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনষ্ঠিত সুধি সমাবেশে মাদ্রাসার পাঠদান ও অবকাঠামোগত উন্নয়নে পরামর্শ মুলক বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী এম.এ করিম, আলহাজ্ব আবুল খায়ের আজাদ, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইস্রাফিল, এডভোকেট মো.সুমন, আহসান উল্যাহ, মো. নুরুল হক, ইকবাল হোসেন, পেয়ার আহম্মদ, নুরুল আফছার ও মাদ্রাসার হাফেজ মাওলানা সালাহ উদ্দিন প্রমুখ। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মাদ্রাসার শিক্ষার্থীদের সু-মধুর কন্ঠে কোরআন তেলাওয়াত শুনে সন্তোষ প্রকাশ করেন এবং ধর্মীয় এই প্রতিষ্ঠানটির উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলে আন্তরিকভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।