কোরিয় উপদ্বীপের উত্তেজনা কমাতে সহযোগিতা করতে মস্কো প্রস্তুত: পুতিন

 

 

বাংলার দর্পন ডটকম  : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কোরিয় উপদ্বীপের উত্তেজনা কমাতে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে মস্কো। দক্ষিণ কোরিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট মুন জেই-ইনের সঙ্গে গতকাল শুক্রবার ফোনালাপের সময় এ কথা বলেন তিনি।

২০ মিনিটের ফোনালাপের সময় পুতিন বলেন, সিউলের প্রতি সহযোগিতা বিস্তারে প্রস্তুত রয়েছে ক্রেমলিন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের আবাসিক দপ্তর নিল ভবন জানিয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে গঠনমূলক সহযোগিতা করতে রাশিয়া পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন পুতিন।

ফোনে মুন আশা ব্যক্ত করে বলেন, উত্তর কোরিয় পরমাণু উসকানির অবসান ঘটাবে এবং পরমাণু মুক্ত অঞ্চল গঠনের পথ ধরবে। এ ছাড়া, সিউল-পিয়ংইয়ংয়ের মধ্যে শান্তি আলোচনা শুরুর পাশাপাশি ছয়পক্ষীয় আলোচনা শুরুরও প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন তিনি। চীন, রাশিয়া, জাপান, দুই কোরিয়া এবং আমেরিকাকে নিয়ে গঠিত ছয়পক্ষীয় শান্তি আলোচনার প্রতি ইঙ্গিত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *