সোনাগাজীতে  টিভিকাপ ফুটবল টুর্ণামেন্টে শাহাপুর মুনষ্টার ক্লাব চ্যাম্পিয়ন

 

সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সােনাগাজী উপজেলার চর-চান্দিয়ায় অনুষ্ঠিত স্বাধীনতা দিবস টিভি কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৭ এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সােনাগাজীর ঐতিহ্যবাহী যুব, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন শাহাপুর মুনষ্টার ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ। ১২ মে ২০১৭ শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ের খেলা গােলশূণ্য ড্র হলে টাইব্রেকারে শাহাপুর মুনষ্টার ক্লাব ৪-২ গোলে ভূঁইয়া বাজার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার হিসেবে একটি ২৪ ইঞ্চি টেলিভিশন ও ট্রফি লাভ করে। ফাইনালে মুনষ্টার ক্লাবের পক্ষে সুমা সেব্রিয়া নামে একজন নাইজেরিয়ান ফুটবলারও খেলে এবং মুনষ্টার ক্লাব থেকে খেলা দেখতে পিকআপ, উপকূল ও সিএনজি মিলে ২৩টি গাড়িতে করে দর্শক খেলা উপভােগ করতে যায়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সােনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড রফিকুল ইসলাম খোকন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শিমুল, ৬নং চর-চান্দিয়া ইউপি চেয়ারম্যান মােশারফ হােসেন মিলন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিপন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় চ্যাম্পিয়ন হওয়ায় খেলায়াড়, কর্মকর্তা, আয়ােজক কমিটি ও শাহাপুরবাসীসহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খেলা দেখতে যাওয়া সকল দর্শককে আন্তÍরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন শাহাপুর মুনষ্টার ক্লাবের সভাপতি নুরুল হুদা সায়েম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *