মো: ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী সুবর্নচরে কথিত ডাক্তার ২টি ধর্ষন ও নারি নির্যাতন মামলার পলাতক প্রধান আসামি রতন দাসকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগি ও এলাকাবাসী।
শনিবার সকাল ১০টায় সুবর্নচর উপজেলার ১নং চর জব্বর ইউনিয়নের সমিতির বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, এতে বক্তব্য রাখেন, শাহজাহান, আব্দুল মালেক, দিদার, শাহজাহান প্রমূখ।
বক্তারা বলেন কথিত ভূয়া ডাক্তার বিদ্যুত রতন চন্দ্রদাস (২৯) একজন হিন্দু হয়ে স্থানিয় সমিতির বাজারে একটি ফার্মেসী ব্যবসা করার সুবাদে গ্রামের অসহায় মুসলিম নারিদের প্রলোভনে পেলে এই পর্যন্ত অসংখ্য মেয়েকে ধর্ষন করেছে, ফার্মেসী দোকানের আড়ালে দির্ঘদিন থেকে চালিয়ে আসছে মদ, জুয়া সহ নানা অসামাজিক কাজ এ পর্যন্ত ৩টি মামলা করা হলেও এখনো সে গ্রেফতার হয়নি তারা দ্রুত কথিত ভূয়া ডাক্তার নারি ধর্ষনকারিকে গ্রেফতার করে উপযুক্ত বিচারের দাবী জানান।
মামলা ও স্থানিয়দের অভিযোগ সূত্রে জানাযায়,
চরজব্বর ইউনিয়নের উত্তর বাগ্যা গ্রামের ডাক্তার অজিত চন্দ্র দাসের লম্পট পুত্র বিদ্যুত রতন চন্দ্রদাস (২৯) চরবাটা ইউনিয়নের স্বপন দাসের একমাত্র কন্যা জলসা রানী মজুমদার কে ২০০৬ সালে সামাজিক ভাবে বিয়ে করেন, বিয়ের পর থেকে বিদ্যুত রতন চন্দ্রদাস যৌতুকের দাবীতে মার ধর ও অমানবিক নির্যাতন চালিয়ে আসছে, কিন্তু তাদের ঘরে একটি সন্তানের কথা ভেবে কিছুই বলতেন না জলসা রানী মজুমদার। গত ২০১৪ জুন মাসে বিদ্যুত চন্দ্রদাস একই গ্রামের মুত মোস্তফার কন্যা স্বামী পরিতক্তা এক সন্তানের জননী আকলিমা খাতুন(২৪) কে গার্মেন্টসে কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে চট্রগ্রামের একটি ভাড়া বাসায় নিয়ে ৩ মাস ধর্ষন করে, পরে নানা কৌশলে আকলিমা চলে এসে চরজব্বর থানায় একটি মামলা দায়ের করে মামলা নং জি আর ১৬০১/ ১৪। মামলায় গ্রেফতার হয়ে দির্ঘ ৬ মাস জেল খাটার পর মুসলিম হয়ে আকলিমাকে বিয়ের প্রতিসৃতি দিয়ে জামিনে ছাড়া পান, জামিনে এসে আকলিাকে মামলা তুল ফেলতে বিভিন্ন হুমকি দমকি দেন দিতে থাকে, এলাকায় কিছুদিন থাকা অবস্থায় আগের মতই শুরু করেন অসামাজিক কার্যকলাপ, তার দোকানে কোন মেয়ে রোগি গেলে চেকাপের নামে পিচনের রুমে নিয়ে ধর্ষন করে অনেক মেয়েকে তাদের মধ্য একজন হলো একই গ্রামের বিবি মরিয়ম তিনি জানান, চিকিৎসার জন্য তার দোকানে গেলে সে তাকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে পরে তার শৌর চিৎকারে ছেড়ে দিতে বাদ্য হয় অনেক ভুক্তভোগি ধর্ষিতা মুসলিম নারি সামাজিক সম্মানের কথা ভেবে মুখ খুলতে রাজি হয়নি। সর্বশেষ একই কৌশলে চর হাসান গ্রামের দিনমজুর আব্দুল করিমের কন্যা বিবি রহিমাকে বিয়ের প্রলোভন এবং নিজে মুসলিম হবে মর্মে ৫ মে ২০১৭ লক্ষিপুর জর্জকোর্টের এডভোকেট মহসিন কবির স্বপনের মাধ্যমে এভিডেবিট করে নিজের হিন্দু নাম বাদ দিয়ে মো: হাসান ইমাম শাকিল নাম রেখে একইদিন তাকে বিয়ে করে এবং বর্তমানে সে বিবি রজিমাকে নিয়ে অজ্ঞাত স্থানে পলাতক রয়েছেন একের পর এক অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে বিদ্যুত চন্দ্রদাসে প্রথম স্ত্রী জলসা রানী দাস নারি ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন মামলা নং ৭২২/২০১৭।
এলাকাবাসী অভিযোগ করে বলেন বিদ্যুত চন্দ্রদাস এ পর্যন্ত অসংখ্য মেয়েকে ধর্ষন করেছে, জড়িত রয়েছে মদ, জুয়া আর নারী দেহ ব্যবসায়, তারা সিরিজ ধর্ষক ডাক্তার নামের কলংক বিদ্যুত চন্দ্রদাসের দ্রুত গ্রেফতার ও শাস্থির দাবী জানান।