পরশুরাম প্রতিনিধি :ফেনীর পরশুরামে ৪ কেজি গাঁজাসহ বিবি রাজধন গ্রেফতার ররেছে পুলিশের বিশেষ টিম। এসময় উত্তর বাউরখুমা গ্রামের সিরাজ মিয়ার বাড়িস্থ আসামি বিবি রাজধন নিজ দখলীয় বসতঘর তল্লাশী করে ৪টি পলিথিন প্যাকেটে ৪(চার) কেজি গাঁজা সহকারে আসামি বিবি রাজধন(৩১) হাতে নাতে গ্রেফতার করে। আসামী বিলোনিয়া ভারত সীমান্ত এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ফেনীশহরে সরবরাহ ও বিক্রয় করে। তার স্বামী ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।তার স্বামীর নাম তাজুল ইসলাম ওরফে তাজু।
সে পরশুরাম উপজেলার উত্তর বাউর খুমা গ্রামের অধিবাসী ।আসামি এবং তার স্বামি তাজু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক ইকবালুর রহমান বাদি হয়ে আসামির বিরুদ্ধে পরশুরাম থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। আসামিকে জেলে প্রেরনের জন্য উক্ত থানায় হস্তান্তর করা হয়।