সৈয়দ মনির আহমদ :
মহাজোট মনোনীত ফেনী-৩ আসনের প্রার্থী লেঃ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ২৭নভেম্বর বিকালে গণসংযোগ করেন মতিগঞ্জ, চর ছান্দিয়া ও সোনাগাজী ইউনিয়নের কয়েকটি গ্রামে। ব্যাপক উৎসাহ- উদ্দীপনায় আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা গনসংযোগে অংশ নেন।
বিকাল ৩টায় সোনাগাজী ইউনিয়ন পরিষদে মতবিনিময় করেন মাসুদ চৌধুরী। তিনি বলেন নির্বাচিত হলে ফেনীর চলমান উন্নয়নের ধারা আরো তরান্বিত হবে, বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন এবং মাদক ও সন্ত্রাস মুক্ত ফেনী গঠনের লক্ষে কাজ করবো।
সভায় ইউপি চেয়ারম্যান শামছুল আরেফিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোশারেফ মিয়াসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর পর ওলামাবাজার দারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। মাদ্রাসার মোহতামিম শাইখুল হাদিস নুরুল ইসলাম সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে ওলামাবাজার, ডাক ও মতিগঞ্জ বাজারে ব্যাবসায়ীদের সাথে কৌশল বিনিময় করেন তিনি। গণসংযোগ কালে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু সুফিয়ান, সোনাগাজী পৌর কাউন্সিলর নুর নবী লিটন, পৌর জাতিয় পার্টির সভাপতি মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী-৩ (সোনাগাজী -দাগনভুঞা) আসনে মহাজোটের প্রার্থী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।