ফেনী প্রতিনিধিঃ ফেনীতে মির হোসেন মিরু (৪৫) নামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে ফেনী থানা পুলিশ। শনিবার সকালে ফেনী সদরের লেমুয়া বাজার থেকে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল হক তাকে গ্রেপ্তার করেন।সে দীর্ঘ ২৭ বছর বিদেশে পালিয়ে ছিলো।
ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান,গ্রেপ্তারকৃত মিরু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী।শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।সে লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুরের মুন্সি আবদুল গোফরানের ছেলে।প্রসঙ্গত;১৯৯০ সালের লেমুয়ায় একটি হত্যাকান্ডে জড়িত থাকায় ফেনীর আদালত মিরুকে যাবজ্জীবন সাজা দেয়।