ফেনী প্রতিনিধি :
ফেনীতে গার্মেন্ট সামগ্রী চুরির ঘটনায় সদ্য অব্যাহতিপ্রাপ্ত আ’লীগ নেতা আজাদসহ চারজনকে রিমান্ডে দিয়েছে আদালত। এর মধ্যে পৌর আ’লীগ নেতা আজাদ ও ওয়্যারহাউজ এর মালিক স্বপনকে একদিন করে ও ড্রাইভার হেলপারকে তিন দিন করে রিমান্ড দিয়েছে আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার অপারেশন ইনচার্জ ও উপ-পরিদর্শক ইমরান হোসেন চারজন আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
মঙ্গলবার দীর্ঘ শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত; ৮ জুন শহরতলীর দেওয়ানগঞ্জ এলাকার একটি ওয়ারহাউজ থেকে বেশকিছু গার্মেন্টস সামগ্রী উদ্ধার করে ফেনীস্থ র্যাব। এ সময় ঘটনাস্থল থেকে পৌর আওয়ামী লীগ নেতা আজাদসহ চারজনকে আটক করা হয়। এই গার্মেন্টস সামগ্রী গাজীপুরের সফিপুর লিবার্টি নিটওয়্যার লিমিটেডের।
এই পণ্যগুলি চট্টগ্রাম বন্দর হয়ে পোল্যান্ডে রপ্তানি হচ্ছিল। পথিমধ্যেই চক্রটির যোগসাজশে চট্টগ্রাম সিএন্ডএফ থেকে এই গাড়িটি ফেনীতে এনে ৩৩৫ কাটুন থেকে ৮টি করে সরানোর হয়।
পরে লিবার্টি নিটওয়্যার লিমিটেডের ইমপোর্ট ম্যানেজার জাহাঙ্গীর আলম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।