ফেইসবুক স্ট্যাটাসে সংসদ সদস্যকে কুকুর(কুত্তা) লিখেছে ছাত্রলীগ নেতা: ব্যাপক সমালোচনা

ফেনী প্রতিনিধি: দশম জাতীয় সংসদে ফেনী-৩ (সোনাগাজী -দাগনভুঞা)  অাসনের নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহকে কুত্তা(কুকুর) লিখেছে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক অাবদুল মোতালেব চৌধুরী রবিন।  বৃহষ্পতিবার রাত অানুমানিক ২টায় দেয়া ওই স্ট্যাটাসে ছাত্রলীগ নেতা যা লিখেছে:

“কুত্তা সময় যত পুরাচ্ছে তোর দিন ততশেষ হয়ে আসছে ,তুই নিজ হাতে এমপি হওয়ার পর আমার গায়ে হাত তুলেছিলি,আমাকে রক্তাত্ত করে ছিলি ,তুই মামলা দিয়ে আমার ছাত্রলীগ ধংসের মিশনে নেমেছিলি ?আমি প্রস্তুত তোর প্রতিশোধ নেওয়ার জন্য ,কুলিঙ্গার তোরে কুত্তার মত মারব পানি খাওয়ার লোক ও পাবিনা তুই?

ওই স্ট্যাটাসে সাংসদ রহিম উল্যাহর  একটি ছবি ক্রস দিয়ে প্রকাশ করেছে ছাত্রলীগ নেতা রবিন। এর পরই ফেইসবুকে ও জনমনে  ব্যাপক সমালোচনা শুরু হয়।

 

এর অাগে একই ভাবে অত্যাচার, নির্যাতনের চিত্র তুলে ধরে, অশালিন ভাষায় গালি দিয়ে স্ট্যাটাস দেয় অামিরাবাদ ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।

 

 

এ ব্যাপারে সাংসদ রহিম উল্যাহর কোন বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে সাংসদের বিশেষ সহকারী জুলফিকার দিদার হোছাইন মাছুদ জানান, এমপি মহোদয়কে অবহিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তিনি অাইনের অাশ্রয় নিবেন বলে জানিয়েছেন।

সম্পাদনা/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *