সোনাগাজী প্রতিনিধি: এসএসসি পরিক্ষায় ফেল করায় সোনাগাজীতে জেসিকা আক্তার(১৫ )নামে এক এসএসসি পরীক্ষার্থী শুক্রবার (৫মে) সকালে কলেজ রোড়স্থ একটি বাসায়, বিষপান করে আত্নহত্যার খবর পাওয়া গেছে। সে সোনাগাজী বাজারের ব্যাবসায়ী, চর গনেশ গ্রামের খোন্দকার ফখরুল ইসলামের মেয়ে ।
২০১৭সালে সোনাগাজী সাবের মো: পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে সে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
নিহতের পিতা ফখরুল ও কয়েকজন অভিভাবক জানান, সোনাগাজী পাইলট হাই স্কুল এবং অাল হেলাল একাডেমির শিক্ষকদের দ্বন্দের কারনে উভয় স্কুলে ফল বিপর্যয় হয়েছে। দ্রুত বিভাগীয় তদন্তের মাধ্যমে ওই শিক্ষকদের অাইনের অাওতায় অানার দাবী জানান।
সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।