কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তিচ্ছুর আসন নিয়ে বিভ্রান্তি

কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের বি ইউনিটে পরীক্ষা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এক শিক্ষার্থীর প্রবেশপত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা কেন্দ্র দেখা যায়।

রোববার সকাল ১১ টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

খোজ নিয়ে জানা যায়, বি ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিতে আসা ৫২০১০০ রোলধারী সোনিয়া আক্তার শিলা নামের এক শিক্ষার্থীর কেন্দ্রের নামে দেখা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা লিখা। এ শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চলে আসেন।

এছাড়াও এখানে নিউ একাডেমিক বিল্ডিং এর ৭ম তলায় সিট পড়েছে বলে দেখা যায়। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৭ম তলাবিশিষ্ট কোনো একাডেমিক ভবন নেই। এছাড়াও তার কিউ.আর কোডের সাথেও ওই প্রবেশপত্রের নামের মিল পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে ভোগান্তিতে পড়েন এ শিক্ষার্থী। পরে পরীক্ষার্থীকে প্রক্টরিয়াল বডি সংশ্লিষ্ট ইউনিটের কাছে হস্তান্তর করলে তারা এ শিক্ষার্থীর আলাদা পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ‘বি ‘ ইউনিটের আহবায়ক ও কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, আমরা সেন্ট্রাল কমিটির সাথে কথা বলেছি৷ ওই শিক্ষার্থীর আমরা আলাদা পরীক্ষা নিয়ে আলাদাভাবে ও.এম.আর কেন্দ্রে পাঠাবো। শিক্ষার্থীর নামের সাথে তার রেজিস্ট্রেশন এর মিল আছে বলে আমাদেরকে সেন্ট্রাল কমিটি জানিয়েছে।

এ বিষয়ে গুচ্ছ পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, এখানে কারিগরি সমস্যা হতে পারে। টেকনিক্যাল কমিটি ভালো বলতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *