৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে কম্বল বিতরণ অনুষ্ঠানে মেয়র আ.জ.ম নাছির উদ্দিন

রোকসানা পপি, চট্টগ্রামঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশ’র মাননীয় মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন বলেন, অসহায় গরীব হত দরিদ্রদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে হত দরিদ্র মানুষগুলো উপকৃত হবে। তাই যার যার অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ালে ইহকাল ও পরকালে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন আরো বলেন, বর্তমান কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিমকে নির্বাচিত করে এলাকাবাসি সবচেয়ে বেশি উপকার ও সুবিধাভোগ করছেন। অনুষ্ঠানে সভাপতি সাবেক কমিশনার এস এম আলগমীরকে উদ্দেশ্য করে বলেন, তিনিও ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে কমিশনার দায়িত্ব পালনকালীন কত টাকার উন্নয়ন কাজ করেছেন। তেমনি সাবেক মেয়র মনজুর আলম মনজুর দায়িত্ব পালনকালীন সাবেক কমিশনার এলাকার কি উন্নয়ন করেছেন তা বলা বাহুল্য। আর বর্তমান কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিময়ের দায়িত্ব গ্রহণের ৪ বছরের মধ্যে ৭০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে এবং আগামীতেও আরো ৩০ কোটি টাকার কাজ অনুমোদিত হয়ে চলমান রয়েছে যা পাহাড়তলী ওয়ার্ড বাসীর কাছে দৃশ্যমান। আর এসব সম্ভব হয়েছে ওয়ার্ডবাসীর আন্তরিক সহযোগিতায়। আগামীতেও কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিমকে আপনারা তার কর্মকে মূল্যায়ন করবেন এলাকাবাসী এই টাই আমার কাম্য। চট্টগ্রাম সিটি কর্পোরেশ’র উদ্যোগে কাউন্সিলর মোঃ জহুরু আলম জসিম’র সহযোগিতায় গরীব, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ. জ. ম. নাছির এই আহ্বান জানান। ওয়ার্ডের পূর্ব ফিরোজ শাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ ও সদ্য প্রয়াত এ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম কাউসারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আরিফ বিল্লাহ। ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক কমিশনার এস এম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ৯ ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, রাজপথ কাঁপানো সাবেক তুখোড় ছাত্রনেতা,  মোঃ জহুরুল আলম জসিম। এতে আরো বক্তব্য রাখেন, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ ইলিয়াছ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল বাচ্চু, থানা আওয়ামীলীগ নেতা, জুলফিকার আলী মাসুদ, আওয়ামী লীগ নেতা মোঃ জসিম উদ্দিন, আলহাজ্ব হেকিম খন্দকার, মোঃ হোসেন, জাহাঙ্গীর কবির নয়ন, ফাহিম উদ্দিন, মোঃ শামীম আহমেদ সুমন, নারীনেত্রী মিলী চৌধুরী, যাচমা বেগম, দীপ্তি রানী মজুমদার, জামাল উদ্দিন তারেক, আবুল হাসেম, মোঃ নুর ইসলাম, মোঃ ফারুক, ওয়ার্ড যুবলীগের বেলাল আহমদ সরকার, আনোয়ারুল আজিম, আনিছ চৌধুরী রাজন, মোঃ শফিকুল ইসলাম ওয়াশিম, বেলাল উদ্দিন জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ আবু নোমান নাহিদ, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান রোকন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মোট ৬০০ দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *