রাউজান প্রতিবেদক :
বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প ( যাকাত তহবিল ) থেকে রাউজান চিকদাইর ইউনিয়নে কয়মাস আগে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া একজন অসহায় দুঃস্থ পরিবারকে ২৫ হাজার কাটার চেক প্রদান করেন। গতকাল সোমবার বাদে এশা মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা ২ এর আওতাধীন ৪নংওয়ার্ড শাখার উদ্যোগে করম আলী হাজী বাড়ীতে আজিমুশশান মাইজভাণ্ডারী ত্বরিকত শীর্ষক সম্মেলন, সংগঠনের সভাপতি সালাউদ্দিন সাহেবের সভাপতিত্বে অনু্ষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আবু মোঃ আক্কাছ উদ্দিন মানিকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক প্রতিনিধি ও রাউজান সমন্বয়ক মনঞ্জুরুল ইসলাম চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন, কাজীর ডেউড়ি কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব মাওলানা কে এম বেলাল হোসাইন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক প্রতিনিধি আবদুল মালেক সওদাগর। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি গহিরা মোবারক খাঁন খীল শাখার সাবেক সভাপতি আনিসুল খাঁন বাবর, নুরুন নবী, তৌফিকুল ফরিদ মাসুম, জাহাঈীর আলম, মহিনউদ্দিন, মঈনুদ্দীন মানিক, কোরবান আলী মিনকু, মোহাম্মদ হোসাইন, আলমগীর হোসেন খালেক, সদ্দাম হোসেন রানা প্রমূখ। সম্মেলন শেষে চেক প্রদান ও ছেমা মাহাফিল অনু্ষ্ঠিত হয়।