কমান্ডার আবছার হত্যা মামলার আসামী রাজাকার শাহজাহানের অনুপস্থিতিতে বিচারকার্য চলবে

ফেনী প্রতিনিধি :
সোনাগাজীর বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আবছার হত্যা মামলার ৪নং আসামী রাজাকার শাহজাহান আকবর (৭২) আগামী ১০ দিনের মধ্যে অাদালতে হাজির না হলে তার অনুপস্থিতিতে বিচারকার্য চলবে।

সর্বশেষ পদক্ষেপ হিসেবে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিকিউটর এর ৮৭ ও ৮৮ ধারার ৩৩৯বি (১) অনুসারে ১২ নভেম্বর দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রকাশ- করেছেন ফেনীর ম্যাজিস্ট্রেট আদালত। সে পৌরসভাস্থ বাখরিয়া গ্রামের মৃত আনার আহম্মদের ছেলে।


উল্লেখ্য, ১৯৭১ সালের ১১ ডিসেম্বর সোনাগাজী থানার ভেতরে প্রকাশ্যে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আবছারকে গুলি হত্যা করে লাশ গুম করেছিল কয়েকজন মুক্তিযোদ্ধা। বাংলারদর্পন ও ফেনীর ডাক এ ধারাবাহিক সংবাদ প্রকাশের পর ২০১৭ সালে ফেনী’ আদালতে মামলা দায়ের করেন কমান্ডার নরুল আবছার এর ভাই গোলাম কিবরিয়া। উক্ত মামলায় এজাহারনামীয় আসামীগন হলেন, মু্ক্তিযোদ্ধা নাছির উদ্দিন, মোশারফ হোসেন, অাবুৃল কাশেম কাজি ও রাজাকার শাহজাহান আকবর। তিন আসামী কারাবরন শেষে জামিনে আছেন। তবে রাজাকার শাহজাহান শুরু থেকেই পলাতক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *