জহিরুল ইসলাম জাহাঙ্গীর:
বিশ্ব গ্রামীণ নারী দিবস উপলক্ষে ঘরে-বাইরে নারী নির্যাতন প্রতিরোধে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় “কর্মজীবী নারী” আয়োজনে সোমবার ফেনীর ছাগলনাইয়ায় কিশোরী-যুবক নারী ও নারী শ্রমিক সম্মিলন উদযাপিত হয়েছে।
উক্ত সম্মিলনে কর্মজীবী নারী সংগঠনের পরিচালক রাহেলা রাব্বানীর সভাপতিত্বে, কর্মজীবী নারী সংগঠনের সমন্বয়ক রাজিব আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ এর সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার।
এতে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাজমা আক্তার,ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া উপজেলা নির্বাহি অফিসার সাদিয়া তাহের, ছাগলনাইয়া উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান জুলেখা আক্তার শিউলী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কর্মজীবী নারীদের অংশগ্রহণে শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা, সম্মাননা ক্রেস্ট প্রদান, বিশিষ্ট সাহিত্য ও সংস্কৃতি ব্যক্তিত্ব এডভোকেট সাইফুদ্দিন শাহিনের নেতৃত্বে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।