এম,তানভীর আলম :
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন শ্রীপুর কাজী সিরাজুল হক প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১১ মে ২০১৭ খ্রিঃ রাত্র ২৩.৫৫ ঘটিকার সময় গুলি ভর্তি একটি বিদেশি পিস্তলসহ মোঃ মোশকাত উদ্দিন সেলিম প্র: পিস্তল সেলিম(৪৮) নামে এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মোশকাত উদ্দিন সেলিম প্র: পিস্তল সেলিম চৌদ্দগ্রাম উপজেলার রাজবল্লভপুর গ্রামের মৃত আঃ কুদ্দুস এর ছেলে।
কুমিল্লা ডিবির এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম, এসআই নজরুল ইসলাম ও এএসআই নন্দন চন্দ্র সরকারসহ ডিবির একটি টিম অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানকালে ১১ মে ২০১৭ খ্রিঃ রাত্র ২৩.৫৫ ঘটিকার সময় চৌদ্দগ্রাম উপজেলাধীন শ্রীপুর কাজী সিরাজুল হক প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোঃ মোশকাত উদ্দিন সেলিম প্র:। পিস্তল কে আটক করে। ডিবি পুলিশ আসামীর দেহ তল্লাশি করে তার কোমড়ের পিছনে পরিহিত প্যান্টের নীচে গুজানো অবস্থায় দুই রাউন্ড গুলিসহ একটি 7.65 বিদেশি পিস্তল উদ্ধার করে। এ ঘটনায় ডিবির এসআই নজরুল ইসলাম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।