রাণীনগরে আবারও ডাকাতি || জনমনে আতংক

এ বাসার চঞ্চল, নওগাঁ প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে বুধবার দিবাগত গভীর রাতে কৃষ্ণপুর গ্রামে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ওই বাড়ির বারান্দার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে গৃহকর্তার শয়ন ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে মারপিট করে পাশের ঘরে বাড়ির সদস্যদের আটক রেখে নগত টাকা স্বর্নলংকার সহ প্রায় ৮ লক্ষ ৪৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করলেও তিন দিন অতিবাহিত হলেও এরিপোর্ট লেখা পর্যন্ত রাণীনগর থানায় কোন মামলা হয়নি। এনিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। গত ১৫/২০ দিন আগে ওই এলাকার ঘোষগ্রাম মোল্লাপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ডাক্তার আব্দুল জব্বারের বাড়ির ডাকাতি ঘটনায় রহস্যজনক কারণে ডাকাত দলের কোন সদস্য গ্রেপ্তার না হওয়ায় পুলিশী তৎপরতা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে। পরপর ডাকাতির ঘটনায় রাণীনগরবাসি সন্ধ্যা লাগলেই রাতভর নিন-ঘুম ছেড়ে ডাকাতি আতংকে ভূগছে।
জানাগেছে, উপজেলার ৩নং গোনা ইউপি’র কৃষ্ণপুর-প্রেমতলী গ্রামের মৃত-মুনছুর আলী মনসির ছেলে জালাল উদ্দিন মনসির বাড়িতে বুধবার রাত আনুমানিক সোয়া ১ টার দিকে হাফ প্যান্ট পরিহিত ১০/১২ জন মুখোশ ধারী সশস্ত্র ডাকাতদল তার বাড়ির বারান্দার গ্রীল কেটে শয়ন ঘরে প্রবেশ করে বাড়ির সকল সদস্যকে মারপিট করে পাশের ঘরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রেখে নগদ সাড়ে ৩ লক্ষ টাকা, ৭ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান কাপড়চোপড়সহ মোট প্রায় ৮ লক্ষ ৪৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে বাড়ির গৃহকর্তা জালাল উদ্দিন মন্সি জানান। তিন দিনের মাথায় ডাকাতির ঘটনায় এলাকাবাসি চরম আতংকে নিন-ঘুম বাদ দিয়ে রাত কাটাচ্ছে এবং পুলিশী তৎপরতা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে। তাদের দাবি রাতে টহল ব্যবস্থা আরও জোরদার করলে ডাকাতি ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষ কিছুটা সাহস পাবে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোস্তাাফিজুর রহমান জানান, বুধবার রাতে কৃষ্ণপুর গ্রামের জালাল মন্সির বাড়িতে কতিপয় মুখোশধারী লোকজন চুরি করার উদ্দেশ্যে তার বাড়ির বারান্দার গ্রীল কেটে প্রবেশ করে কিছু জিনিসপত্র হাতিয়ে নেওয়ার এক পর্যায় বাড়ির সদস্যরা টের পেয়ে দরজা খুললে মুখোশধারী লোকজন বাড়ির সবাইকে মারপির্টে একপর্যায় জিম্মি করে মালামাল লুট করে নিয়ে যায়। এব্যাপারে রাণীনগর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *