“মাইশা” ক্যানসারে আক্রান্ত ॥চিকিৎসার জন্য ২৫ লক্ষ প্রয়োজন

ফেনী শহর প্রতিনিধি->>
ছোট্ট ফুটফুটে মেয়েটির নাম “মাইশা” ।জীবন শুরু না হতেই নেমে এলো অন্ধকার ।বিষয়টি ভাবতেই অবাক লাগে। সে দূরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত ।এখন সময় তার সহপাঠিদের সাথে স্কুলে থাকার কিন্তু, ভাগ্যের নির্মম পরিহাসে ফুটফুটে এই মেয়েটি এখন ক্যান্সার আক্রান্ত হয়ে হয়ে জাতীয় ক্যানসার হাসপাতাল আজ দু’মাস যাবত মৃত্যুর সাথে পান্জা লড়ছে। সে ফেনী পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড বল্লাপুকুর পাটোয়ারী বাড়ির সিএনজি ড্রাইভার দেলোয়ার হোসেন এর মেয়ে । তার হতদরিদ্র সিএনজি চালক পিতা দেলোয়ার হোসেন জানান,ডাক্তার বলেছেন ক্যান্সার এর চিকিৎসা এবং ঔষধসহ প্রচুর পরিমান অর্থের ব্যয় হবে, যার পরিমান ২৫ লক্ষ টাকা।যেটা যোগাড় করা তার জন্য অকল্পনীয়।চোখে পানি, কান্নাজড়িত কন্ঠে দেলোয়ার হোসেন আরো বলেন,মেয়ের এখনও খেলার বয়সই শেষ হয় নাই তাকে বিনা চিকিৎসায় দুনিয়া ছাঁড়তে হবে।সত্যি পিতা হয়ে চোখের সামনে মেয়ের এমন যন্ত্রনাময় জীবন দেখার চেয়ে দুনিয়াতে আর কি কষ্ট থাকতে পারে?আমরাতো অনেক টাকাই অকারনে খরচ করি। আসুননা এই ফুটফুটে মেয়েটার মুখের হাসিটা ফিরে আনতে, স্বাভাবিক জীবনে ফিরে আনতে যার যার সাধ্যমত সাহায্য করি। সাহায্য পাঠানোর বিকাশ নাম্বারঃ ০১৮১৩৮৮১৩২৭ (পার্সোনাল)বিকাশ এজেন্ট ০১৮১৫০১৬১০২ব্যাংক একাউন্ট amir hossain ১০২ .১৫৫১ .৫৮৩৫৬ ডাচ বাংলা ব্যাংক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *