ফেনী প্রতিনিধি :প্রকাশ- ৩ ডিসেম্বর ২০১৬।
জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ন-সচিব নারায়ন চন্দ্র দেব নাথ ও প্রকল্প পরিচালক মো. শাহীন ০২ ডিসেম্বর শুক্রবার বিকেলে ফেনী জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন চলমান উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে আসেন।
এ সময় তাঁদেরকে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে ৩কোটি ২১লাখ টাকা ব্যয়ে নির্মানাধীন প্যাভেলিয়ান ভবন, দর্শক গ্যালারী ও সীমানা প্রাচিরের উন্নয়ন কাজ সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. আমিন উল আহসান ও সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
পরে জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ন-সচিব নারায়ন চন্দ্র দেব নাথ ও প্রকল্প পরিচালক মো. শাহীন মুরহুম খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়াম পরিদর্শন করেন। তারা চলমান উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করে ফেনী জেলা ক্রীড়া সংস্থাকে আধুনিকায়নে ও খেলা ধুলার মান উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে এলেন যুগ্ন-সচিব