ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে বজ্রপাতে স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- শহরের জিলাস্কুলের নবম শ্রেণির ছাত্র মাহমুদুল হাসান তামিম (১৪), ধোবাউড়া উপজেলার সহোদর ভাই আরশাদ মিয়া (৪৫) ও এংরাজ মিয়া (৪০)।
মঙ্গলবার দুপুরে শহরের জিলাস্কুল মাঠে এবং সকালে ধোবাউড়া উপজেলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও তামিমের সহপাঠীরা জানায়, স্কুল বন্ধ থাকায় মঙ্গলবার দুপুরে হালকা বৃষ্টির মধ্যে জিলাস্কুল মাঠে তামিমসহ কয়েকজন সহপাঠী খেলতে যায়। বেলা ২টার দিকে আকস্মিক বজ্রপাত তামিমের শরীরের ওপর পড়লে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।
তামিম জিলা স্কুলের নবম শ্রেণীর দিবা শাখার ছাত্র। তার বাসা শহরের গোহাইলকান্দি এলাকায়। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা ও মা। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
এদিকে, ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের রাউতি গ্রামের আবদুল মালেকের দুই ছেলে আরশাদ মিয়া (৪৫) ও এংরাজ মিয়া (৪০) এবং মকবুল হোসেন নামে আরো এক কৃষক মঙ্গলবার সকালে বাড়ির পাশেই ক্ষেতে ধান কাটতে যান। এসময় বজ্রপাত হলে তারা তিনজনই গুরতর আহত হন। খবর পেয়ে বাড়ির লোকজন তাদের ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এংরাজ মিয়া ও আরশাদ মিয়াকে মৃত ঘোষণা করেন।
ধোবাউড়া থানার ওসি শওকত আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহে বজ্রপাতে স্কুলছাত্রসহ ৩ জনের মৃত্যু
