ফুলবাড়ী খনি আন্দোলনে ৩ জনকে হত্যার দায়ে আমলাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিৎ- আনু মোহাম্মদ

মো. আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি :
ফুলবাড়ী খনি আন্দোলনে ২৬ আগষ্ট ৩ জন তরুনকে নির্বিচারে গুলি করে হত্যা ও নিরীহ নিরস্ত্র জনসাধারনকে আহত ও পঙ্গু করে ব্যাপক জানমালের খতি সাধন করে। সেই সময় আন্দোলন কারী জনতার সাথে ৬ দফা চুক্তি করতে বাধ্য হয় সরকার। ঐ আন্দোলনে বর্তমান প্রধান মন্ত্রী অত্র অঞ্চলের জনগনের দাবীর সাথে একাত্বতা ঘোষনা করেন। এই দাবী এ অঞ্চলের মানুষের প্রানের দাবী হয়ে উঠে। ফলে চুক্তির আংশিক দাবী পুরন হয়। কিন্তু এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কারসহ তাদের দালাল ও সহযোগিদের বিরুদ্ধে হত্যাকান্ডের মামলা বিচারের মত গুরুত্ব পুর্ন এই দাবী । এখনও ঐ সময়ের ঘটনার কোন মামলা হয়নি। বর্তমান সরকার ক্ষমতা পেয়ে সব কিছু ভুলে গেছেন। এই সরকারের মন্ত্রী, আমলাদের ইন্দোনে তেল,গ্যাস জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার কয়লা খনি বিরোধী আন্দোলনের সাথে জড়িত ১৯ জন নেতা কর্মীর বিরুদ্ধে এশিয়া এনার্জি নেতৃবৃন্দুদের নামে দায়েকৃত মামলা, জিডি প্রত্যাহার করতে হবে।
এই মিথ্যা মামলা দায়ের কারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নিলে ও মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সারাদেশে গণআন্দোলন গড়েতোলা হবে। এই সরকার সুন্দরবনকে ধংস করার জন্য ভারতের সাথে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুকেন্দ্র করছেন রামপালে। সেখান কার পরিবেশসহ সবকিছুর উপর প্রভাব পড়বে। আমরা সারাদেশে আন্দোলন করেছি এখনো করে যাচ্ছি। আপনাদের এলাকায় বহুজাতীক কোম্পানী ওপেন মাইনিং কয়লা খনি করতে চায়। এই কয়লা খনি করা হলে এই এলাকার প্রান প্রকৃতী ও ফসলের উপর ব্যপক প্রভাব পড়বে । গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় ফুলবাড়ী উপজেলা পৌর শহরের মহাসড়কে ৬ দফা চুক্তি বাস্তবায়নে তেল,গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষার জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক মো. সাইফুল ইসলাম (জুয়েল) এর সভাপতিত্বে রাজ পথে অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তেল,গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক অধ্যাপক আনু মোহাম্মদ । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় গণফ্রন্টের সমন্নয়ক টিপু বিশ^াস, কমিনিষ্ট লীগ দিনাজপুর শাখার মো. নান্নু ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তেল,গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, সিপিবি এর সভাপতি ও তেল,গ্যাস এর সদস্য সচিব জয় প্রকাশ গুপ্ত, জাতীয় গণফ্রন্টের ফুলবাড়ী শাখার সমন্নয়ক মো. ছামিউল ইসলাম চৌধরী, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিষ্ট লীগের সঞ্জিত প্রসাদ জিতু, কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হামিদুল হক, গণসংহতি আন্দোলনের মো. আতিকুর রহমান প্রমুখ।
ফুলবাড়ী ৬ দফা চুক্তি বাস্তবায়নের দাবীতে রাজপথে অবস্থান কর্মসুচি শান্তিপুর্ন ভাবে পালিত হয়। এ সময় আইণ সৃংখলা রক্ষার্থে পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *