সোনাগাজীর অাবদুর রহমান মালয়েশিয়া কারাগারে বন্দী :জানেনা পরিবার, খোঁজ নেইনি দূতাবাস

বাংলার দর্পন ডটকম :মালয়েশিয়ার একটি কারাগারে ১৫মাস বন্দী সোনাগাজীর চর ছান্দিয়া ইউনিয়নের সিপাহী বাড়ীর মৃত মুন্সি মিয়ার ছেলে অাবদুর রহমান। কিন্তু  জানেনা তার  পরিবার। সম্প্রতি ওই কারাগার থেকে জামিনে মুক্ত ফেনীর এক প্রবাসীর হাতে একটি ঠিকানা দিয়ে পরিবারকে খবর দিতে বলে অাবদুর রহমান।  

ওই লোকটি তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছে –

মালয়েশিয়া একজন প্রবাসী  ১বছর তিন মাস সে মালয়েশিয়া একটা জেলে পড়ে আছে, কিন্তু তার আত্বীয় স্বজনেরা আজ পর্যন্ত জানেনা সে কোথায় কারন তার হাতে মোবাইল ছিলো না,সে তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারে নাই,,আমি জানতে পারলাম কিছু দিন আগে আমার একটা বন্ধুকে পুলিশে ধরে নিয়ে গেছে,,পরে তার বস তার সাথে দেখা করতে বিলম্ব হওয়াতে তাকে জেলে দিয়ে দিছে,,ওই খানে পরিচয় হলো ছেলেটার সাথে তখন ছেলেটা কান্না করে বলবো ভাই জান আমার বাড়ি ফেনী আমি আজ ১ বছর থেকে বেশি জেলে আছি আমার পরিবার জানেনা,,তখন আমার বন্ধুটায় বলছে আপনি আপনার ঠিকানা লিখে দেন,, আমি ফেনীর একটা ছেলেকে দিবো,মানে আমার কথা বলছে পরে ঠিকানাটা দেখে তো বুঝতে পারলাম আমাদের থানার লোক।

এখন আপনাদের কাছে আমার আকুল আবেদন আমি নিছে ঠিকানা দিয়ে দিচ্ছি যদি আপনারা চিনতে পারেন তাড়া তাড়ি করে বাংলাদেশ হাই কমিশনারের সাথে দেখা করে তাকে দেশে নিয়ে যান। 

 

সম্পাদনা / এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *