ফেনীর দাগনভূঞার দরবেশেরহাট ও রঘুনাথপুরের সড়কে বেহাল অবস্থা চরম দূর্ভোগ 

মোঃস্বপন মজুমদার >>
ফেনীর দাগনভূঞাঁ ১নংসিন্দুরপুর ইউনিয়নের সড়কটির সাম্প্রতিক চিত্র খুবই ভয়াবহ। দূর থেকে দেখলে মনে হয় এটি সড়ক নয় একটি জলকূপ যা দীর্ঘ দিন ধরে কোনো সংস্কার নেই।
সড়কটি দরবেশেরহাট কলেজ মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীদের জন্য একটি বিশাল অংশের প্রবেশ পথ হিসেবে ব্যবহৃত হয়। পুরো সড়ক টি ছোট বড় বহু গর্তে  ভরা সড়কটির বড় আকারের গর্ত গুলি একটু বৃষ্টিতেই পরিণত হচ্ছে সু-বিশাল জলা ধারে।
এতে যে মন দুর্ভোগে আছেন দরবেশেরহাট কলেজ মাদ্রাসা ও স্কুল  মুখী শিক্ষক-শিক্ষার্থীরা তেমনিই দুর্ভোগ পোহাতে হচ্ছে  স্থানীয় লোকজনকে। দাগনভূঞাঁ পৌরসভার দৃষ্টি আকর্ষন করে স্থানীয় লোকজন এবং শিক্ষার্থীরা অচিরেই সড়কটির সংস্কারের দাবি জানান।
স্থানীয় লোকজন বলেন আমরা একটা জিনিশ বুজতে পারিনা এই গ্রামে উন্নয়নমুলক কাজ করতে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যানদের কেন এত অনীহা এই প্রশ্ন টা এই গ্রামের হাজার হাজার জনতার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *