কক্সবাজার, ০৮ মে, এবিনিউজ :
কক্সবাজারের টেকনাফে আগুনে টিনের কলোনির ২৩ ঘর পুড়ে গেছে। এ সময়ে তিন জন আহত হন। আজ সোমবার শহরের পুরানপল্লান পাড়ার আগুনের এ ঘটনা ঘটে।
এই ঘটনায় আহতরা হলেন, পুরানপল্লান পাড়ার আহমেদ হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন (৫০), তার মেয়ে রেহেনা বেগম (১৪) ও একই এলাকার নুর মোহাম্মদ (৩২)।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘দুপুরে দিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আহতদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’
টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. একরামুল হক বলেন, আগুনে ২৩টি ঘর পুড়ে গেছে।
এদিকে আগুনের খবর পেয়ে টেকনাফ মডেল থানার ওসি মাইনউদ্দিন খান ও পৌর মেয়র মো. ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি একইভাবে এই কলোনি পুড়ে যায়।
