নাঙ্গলকােটে ডিজিটাল ইনকিউবেটর মেশিন আবিস্কার

 

আবদুর রহিম বাবলু, নাঙ্গলকােট (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকােটে এক বেকারত্ব যুবক ডিজিটাল ইনকিউবেটর মেশিন আবিস্কার করেছেন। এই প্রথম কুমিল্লা জেলার নাঙ্গলকােট উপজেলার হরিপুর গ্রামের মাে: মােখলেছুর রহমানের বড় ছেলে মাে: জহিরুল ইসলাম (বিপ্লব) এর প্রচেষ্টায় ৬ মাস পর সম্পূর্ন আধুনিক ডিজিটাল ইনকিউবেটর (বৈদ্যুতিক ভাবে ডিম থেকে বাচ্চা ফােটানাের) মেশিন তৈরী করতে সফল হয়েছে।

এ বিষয়ে  সােমবার আবিস্কারক মাে: জহিরুল ইসলাম জানান, তার এই মেশিনটি বিদেশ হতে আমদানি করা ইনকিউবেটর মেশিন গুলাের মতই সম্পূর্ন ডিজিটাল সেন্সর ব্যবহার করে ডিজিটাল অবকাঠামােয় তৈরী। মাইক্রাকম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত এবং মেশিনের চলমান অবস্থা দেখার জন্য রয়েছে এল.সি.ডি ডিসপ্লে। মেশিনটি তৈরী করতে সময় লেগেছে ৬ মাস। এতে ব্যায় হয়েছে প্রায় ৯ হাজার টাকা। ৮৫-৯০% বাচ্চা উৎপাদন হারে সম্পন্ন। মেশিন একসাথে ৫৫০টি কােয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফােটানাে যায়। সময় লাগে ১৬ দিন। বিদ্যুৎ সাশ্রয়ী মেশিনটিতে ৬৫ ওয়াট বিদ্যুৎ খরচ হয়। কােয়েল পাখি ছাড়াও হাঁস,মুরগি,টার্কির ডিম থেকেও বাচ্ছা ফােটানাে যায়। জাতীয় দৈনিক, আঞ্চলিক ও বিভিন্ন অনলাইন পত্রিকায় নাঙ্গলকােটের কােয়েল পাখির খামার বিষয় একটি সংবাদ দেখে নিজ উদ্যেগ নিই। অল্প খরচে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি ডিজিটাল মেশিন তৈরী। তারপর দীর্ঘ চেষ্টা করে মেশিনটি তৈরী করতে সফল হয়েছি। কুমিল্লা যুব উন্নয়ন অফিস থেকে আড়াই মাস ব্যাপী পাল্ট্রি খামারের উপর একটি প্রশিক্ষন গ্রহন করি। বর্তমান সরকারের অর্থনৈতিক খাতে অপক্ষাকৃত স্বল্প মূল্যের এই মেশিনটি পাল্ট্রি শিল্প প্রসার অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরাে জানান, বানিজ্যিক ভাবে এ মেশিন সারাদেশে ছড়িয়ে দেয়ার স্বপ্ন আছে। প্রচুর অর্থের প্রয়াজন। ব্যাংক,এন.জি.ও যদি অর্থ দিয়ে সহযােগিতা করে তাহলে মেশিনটি সারা দেশে ছড়িয়ে দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *