কুমিল্লা শহর আওয়ামীলীগ নেতা দেলোয়ারের খোলা চিঠি
প্রিয়,
কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডবাসী।
আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা করি পরম করুনাময়ের কৃপায় ভালই আছেন, আমিও আপনাদের দোয়ায় ভাল আছি । গত ৩০ শে মার্চ অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসাবে আমি আপনাদের দোয়া ও সমর্থন চেয়েছিলাম, শত ষড়যন্ত্র ও প্রতিকুলতার মাঝেও যারা আমাকে ভোট দিয়েছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ । যারা আমাকে ভুল বুঝে সমর্থন দেন নাই আমি তাদেরও সর্বাঙ্গীন সফলতা ও মঙ্গল কামনা করি। আমি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রীর মনোনীত প্রার্থী ছিলাম। প্রিয় নেতা লোটাস কামালের নেতৃত্বকে চ্যালেন্জ করে আমার সাথে বিদ্রোহী প্রার্থী দাড়ঁ করিয়ে যিনি বিএনপি, জামাতের সাথে আতাঁত করে অর্থাৎ ধানের শীষ এবং বিদ্রোহী প্রার্থীকে পাস করিয়েছেন তার মুখোশ খুলে গেছে, এবং তার আমলনামা লোটাস কামালের কাছে চলেগেছে। লোটাস কামালের এলাকায় রাজনীতি করতে হলে তাঁকে মেনেই করতে হবে, চ্যালেন্জ করে নয়, সাধু সাবধান!
প্রিয় এলাকাবাসী, বিগত দিনে যে ভাবে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের সুখে দুঃখে পাশে থাকব। আমার জীবন আপনাদের কল্যানেই উৎসর্গ করে দিয়েছি , আপনাদের যে কোন সমস্যায় আমাকে ডাকলে আমি কৃতজ্ঞ থাকব, ভাল থাকেন, সুস্হ থাকেন, সাবধানে থাকেন । জয় আমাদের হবেই,
মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সুর্ষ্য হাসে।
—-
বিনীত
আপনাদের দেলোয়ার
২৬ নং ওয়ার্ড
কুমিল্লা সিটি কর্পোরেশন।