সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী পৌরসভার তুলাতুলি গ্রামে পুর্ব শত্রুতার জেরে সত্তোর্ধ বৃদ্ধ মুক্তিযোদ্বা (অাবেদীত) রুহুল অামিনকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে তাঁরই ভাতিজা সাইফুল, সোহেল ও তাদের সহযোগিরা। তারা বাহার উল্যাহর ছেলে।
এঘটনায় অাহত বৃদ্ধ বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, একই মানিক মিয়ার সাথে ভুমি সংক্রান্ত বিরোধ অাছে। এর জেরে গত ২ মার্চ বাড়ীর সামনে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করে। ডাক্তার জানান, বৃদ্ধের মাথায়, দুহাতে, বুকে ওপিঠে মারাত্বক জখম হয় এতে প্রায় ২০ টি সেলাই দেয়া হয়েছে । বাম হাতে হাড় ভাঙ্গা জখম হয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক হারুনুর রশিদ জানান, অভিযোগ তদন্ত হচ্ছে। অাসামিরা পলাতক রয়েছে।