কুমিল্লায় রেল লাইনে দুজনের মৃত্যু

 

এম,তানভীর আলম :

কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ দুপুর ২টায় কুমিল্লা সদর রসুলপুর মুড়াপাড়া এবং কুমিল্লা গোমতী ব্রিজের উত্তরপাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, কুমিল্লা সদর রসুলপুর মুড়াপাড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেনের নিচে কাটা পড়ে সাহিদা আক্তার(৩০) নামে এক নারী। তিনি বরুড়ার দক্ষিণ ঘোষ্পার ইদ্রিস মিয়ার মেয়ে। পারিবারিক কলহের কারণে তিনি আত্যহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।অপরদিকে কুমিল্লা গোমতী ব্রিজের উত্তরপাশে মহানগরীর কাপ্তানবাজার এলাকার রফিকুল ইসলামের পুত্র আশরাফুল ইসলাম(২৫) ট্রেনে কাটা পড়ে। তিনি কুমিল্লা বিসিকে চাকরি করতেন বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

কুমিল্লা জিআরপি ফাঁড়ি সূত্র জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করা হবে। এ ব্যাপারে লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে,এক জরিপে জানাযায় প্রতি বৎসর ট্রেন দুর্ঘটনায় বৃহত্তর কুমিল্লায় গড়ে অর্ধশতাধীক লোকের অপমৃত্যু হয়,আর ট্রেন রাস্তার পার্শ্ববর্তী স্থানীয়দের সাথে কথাবলে জানাযায়,জিআরপি পুলিশের কম টহলের এবং জনগনের সতর্কতা না থাকায় এসব দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে আর পুলিশ বলছে জনবল সীমিত থাকায় কিছুই করতে পারছে না পুলিশ।

এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের দৃষ্টিকামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *