সিদ্দিক অাল মামুন /জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ঢাকা থেকে |
১ থেকে ৭ মে জাতীয় জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সমাবেশ ও মানববন্ধন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রিয় কমিটি। জাতীয় প্রেসক্লাবের সামনে সামনে রোববার সকালে এ কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রিয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলটের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রিয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন তালুকদার, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, সহ-সম্পাদক এম আর রাসেল, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান মৃধা, মিজানুর রহমান মিলন, ফারুক হোসেন, শফিউল বারী রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, ঝালকাঠি জেলা কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, ফেনী জেলা কমিটির আহ্বায়ক জসীম মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য সচিব সীমান্ত খোকন, নান্দাইল উপজেলা কমিটির সভাপতি ফজলুল হক ভূইয়া,গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, সাভার উপজেলার নব নির্বাচিত সভাপতি মোঃ মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, দেশে পুলিশ সপ্তাহ, ভূমি সপ্তাহ, সরকারি সেবা সপ্তাহ, সমাজ সেবা দিবস, স্বাস্থ্য সেবা দিবস, আইন সেবা সপ্তাহ, মৎস্য সপ্তাহ সহ নানা সপ্তাহ রয়েছে।
কিন্তু দুঃখের বিষয়, তথ্য অধিদপ্তর একটি প্রভাবশালী সরকারি প্রতিষ্ঠান হলেও এই বিভাগটিতে কোন দিবস কিংবা সপ্তাহ নেই।
সমাবেশে বক্তারা সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে সুগোপযোগী আইন প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীততিমালা প্রণয়ন, ৫৭ ধারা সংশোধন করে সাংবাদিক নিপীড়ন বন্ধ করা সহ ১৪ দফা দাবি বাস্তবায়নেরও দাবি করেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এ বছর প্রথম বারের মত দেশে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দেশব্যাপী র্যালি, আলোচনা সভা, স্মারকলিপি, সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে।