ব্যাতিক্রম জেলা প্রশাসক অামিন উল অাহসান

ফেনী প্রতিনিধি : ফেনীর জেলা প্রশাসক অামিন উল অাহসান অনেকটা ব্যাতিক্রম সরকারী কর্মকর্তা।চোখের ফলকে, হাতের নাগালে যেকোন অস্বাভাবিক কিছু নজরে পড়লেই খুব সহজে তা জানার চেষ্টা করেন।  রোববার বিকালে ফেনিউরিজম দলের নেতৃত্ব দিয়ে  সোনাগাজীর বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে বেড়ান। সংবর্ধনা গ্রহন করেন নাট্যাচার্য সেলিম অাল দীন কেন্দ্রের পক্ষ থেকে।

পথেই দেখা মিলে সোনাগাজী উপজেলা প্রতিবন্ধি কল্যান সমিতির সভাপতি মো. বাহাদুরের সাথে।  গাড়ী থেকে নেমে প্রতিবন্ধি  বাহাদুর এর সাথে কৌশল বিনিময় করেন।

বাহাদুর তাঁর ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন,  ব্যাতিক্রম জেলা প্রশাসক অামিন উল অাহসান।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ও খুব একটিভ দেখা গেছে এই জেলা প্রশাসককে। গণমাধ্যম কর্মী,  শিক্ষার্থী,  জনপ্রতিনিধি সহ সকল শ্রেনী পেশার লোকদের ফেইসবুক স্ট্যাটাসে সমস্যা, সম্ভাবনা, দাবী দাওয়া নজরে অাসলে তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন এবং সংশ্লিস্টদের নির্দেশনা প্রদান করেছেন।

সম্প্রতি “ফেনী সিটিজেনস ভয়েস ” নামে ফেইসবুকে একটি গ্রুপ চালু করে সকলের সমস্যা, সম্ভাবনা,  ইতিহাস, দাবী, দাওয়া উপস্থাপনের সুযোগ করে দিয়েছেন এবং ইতিমধ্যে বেশ কয়েকটি সমস্যা সমাধান করেছেন।

কবিতায় পারদর্শী জেলা প্রশাসক অামিন উল অাহসান,  বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সভা সেমিনারে বক্তব্যের পাশাপাশি স্বরচিত  কবিতা পাঠ করতে দেখা গেছে। লিখেছেন ফেনীর ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কয়েকটি কবিতা।

সম্পতি আমিন উল অাহসান খুলনা জেলা প্রশাসক হিসেবে বদলী হয়েছেন,  ফেনীতে উপ সচিব মনোজ কুমারকে জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *