গোপালগঞ্জে সাংবাদিকের ওপর হামলায় বিএমএসএফ’র নিন্দা 

 

গোপালগঞ্জ :

গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় চ্যানেল-২৪ ও মানব কণ্ঠ পত্রিকার সাংবাদিক রাজীব আহম্মেদ রাজু গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে জেলা শহরের লতিফপুর ইউনিয়ন পরিষদ অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

 

আহত সাংবাদিক রাজিব জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপডেন্ট মোজাম্মেল হোসেন মুন্নার ঘোষেরচর দক্ষিণপাড়া বাসা থেকে মোটরসাইকেল যোগে নিজ বাসা বেদগ্রামে ফিরছিলেন। পথিমধ্যে লতিফপুর ইউনিয়ন পরিষদ অফিসের সামনের সড়কে ৫/৬ জনের একদল সন্ত্রাসী তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্নস্থানে গুরুতর যখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাকে চিকিৎসা দেয়া হয়েছে।

 

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিক নির্যা‘তনের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং দোষী ব্যক্তিদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *