সোনাগাজী প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ব্যাংক সোনাগাজী শাখার স্থানান্তরিত শাখা উদ্বোধন হয়েছে।
রোববার সকালে ব্যাংকের নতুন শাখা (রাকিব প্লাজা এসি মার্কেট) উদ্বোধন উপলক্ষে অালোচনা সভা অনুৃষ্ঠিত হয়। ব্যাংকের শাখা ব্যাবস্থাপকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এভিপি রোকন উদ্দিন। তিনি বলেন, সকল পর্যায়ের জনসাধারণ কে সম্পৃক্ত করে ইসলামী ব্যাংক এগিয়ে যাচ্ছে। শিল্প, কৃষি, রেমিটেন্স ও সমাজিক উন্নয়নসহ সকল ক্ষেত্রে ইসলামী ব্যাংক এদেশের ব্যাংকিং খাতে শীর্ষে রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউছার, পৌর কাউন্সিলর শেখ অাবদুল হালিম মামুন, বাজার বনিক সমিতির সভাপতি ডাঃ নুর নবী, রাবিক প্লাজার মালিক মোশারফ হোসেন।
অালোচনা শেষে ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
সম্পাদনা/ এম এ