সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান আরেফিন বরখাস্ত | বাংলারদর্পণ

ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আরেফিনকে সাময়ীক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয় ।

মঙ্গলবার (৬অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ সচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব জানায়, ত্রান বিতরণে অনিয়ম, কাজ না করে প্রকল্পের অর্থ আত্মসাত ও ক্ষমতার অপব্যবহার করে খাল ইজারা দেয়ার অভিযোগ প্রমানিত হওয়ায় ইউনিয়ন পরিষদ ২০০৯এর ৩৪(১)অনুযায়ী সাময়ীক বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শামসুল আরেফিন বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এটি একটি ষড়যন্ত্রের অংশ।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *