নেত্রকোনায় আগাম বন্যায় ৪৮কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাংলার দর্পন নেত্রকোনা : আগাম বন্যা ও অতিবৃষ্টির কারণে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চার হাজার চারশ’ ২৫ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এতে

কৃষকের সাড়ে ৪৮ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে সরকারি হিসাবে জানা গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বন্যা ও অতিবৃষ্টির কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের কৃষকরা।মোজাফরপুর ইউনিয়নের এক হাজার পাঁচশ’ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। এছাড়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের পাঁচশ’ হেক্টর, বলাইশিমুল ইউনিয়নের পাঁচশ’ হেক্টর, নওপাড়া ইউনিয়নের তিনশ’ ৭৫ হেক্টর, চিরাং ইউনিয়নের দুইশ’ ৮০ হেক্টর, আশুজিয়া ইউনিয়নের দুইশ’ হেক্টর, রোয়াইলবাড়ি ইউনিয়নের একশ’ ৮০ হেক্টর, পাইকুড়া ইউনিয়নের একশ’ ৯০ হেক্টর, গড়াডোবা ইউনিয়নের একশ’ ২০ হেক্টর, মাসকা ইউনিয়নের ৭৫ হেক্টর, সান্দিকোণা ইউনিয়নের ৭৫ হেক্টর, দলপা ইউনিয়নের ৬০ হেক্টর ও গণ্ডা ইউনিয়নের ৫০ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম রবিবার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আগাম বন্যা ও অতিবৃষ্টির কারণে উপজেলার মোট ক্ষতির পরিমাণের তথ্য উপপরিচালকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *