এম.তানভীর আলম :
কুমিল্লায় সদর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম রঘুপর, রগুপুর হাইস্কুলের পাশ্ববর্তী পুকুরের পার ধসে হুমকির মুখে দুইশত বৎসরের পুরনো কবরস্থান,পাশ্ববর্তী স্কুলের পাঠাগার ভবন ও তিন গ্রামের ছয় হাজার মানুষের চলাচলের একটি মাত্র রাস্তা।
জনদুর্ভোগের সীমানেই রঘুপুর,কার্তিকপুর,ধনপুর এই তিন গ্রামের সাধারন খেটে-খাওয়া মানুষের।
এই এলাকার অনেকের সাথে কথা বলে জানাযায়, অনেকবার জনপ্রতিনিধিদদের দারস্ত হয়েও কিছুই সহযোগীতা পায়নি। বরংআরো পেয়েছেন অবহেলা ও এই এলাকার মেম্বার- চেয়ারম্যান সকলেই নিজ কাজে ব্যাস্ত তারা জনগনের দিকে তাকানোর সময়ই পান না।
স্থানীয়রা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।