নান্দাইলে ৮ম শ্রেনীর ছাত্রী ধর্ষন | আটক ১

নান্দাইল সংবাদদাতাঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা ভূইঁয়া বাড়ি একাডেমী স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে রায়পাশা গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র মোঃ ইয়াসিন মিয়া (২২) কে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

 

থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে  জানাযায়, একই গ্রামের উক্ত স্কুল ছাত্রীকে ইয়াসিন প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে গত ১১ই জুন ২জন অজ্ঞাত সহযোগী সহ অপহরণ করে ১৬ই জুন পর্যন্ত আটকে রেখে ৬দিনব্যাপী ধর্ষন করে। ছাত্রীর পিতা থানায় মামলা দায়ের করার পর থানার উপ-পরিদর্শক মোঃ জালাল উদ্দিন ১৮ই জুন ধর্ষককে গ্রেফতার করে ও অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

বুধবার ধর্ষিতাকে মেডিকেল টেষ্ট করানোর জন্য নারী পুলিশ দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত ধর্ষককে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ জালাল উদ্দিন জানান, অপহরনের সহযোগীতাকারী অটোবাইকের চালক সহ অন্য ২জন আসামীকে গ্রেফতার করার চেষ্ঠা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *