এস.এ. রুহুল আমিন,ময়মনসিংহ :
ঐতিহাসিক ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা জনতার বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। । অাজ রোববার দুপুরে নগরীর ছোট বাজার মুক্ত মঞ্চের সামনে থেকে বের হওয়া বিজয় শোভাযাত্রার নেতৃত্ব দেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে ফের ছোট বাজার মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে শোভাযাত্রায় নাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, বিকেলে ছোট বাজার মুক্ত মঞ্চের ময়মনসিংহ মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।
জেলা প্রশাসক খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এম আমানুল্লাহ এমপি, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন প্রমূখ। পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।