আবু সাঈদ সরকার, ভালুকা:
ভালুকা সরকারী কলেজের সামনে ঢাকা – ময়মনসিংহ মহসড়কে ইমাম পরিবহণ ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৬ জনের মৃত্যু।
স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, আজ সকালে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহন ও ময়মনসিংহগামী প্রাইভেটকার ভালুকা সরকারী ডিগ্রি কলেজের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা ছয়জন মারা যান। মৃত্যুবরণকারীর মধ্যে দু’জন শিশু, দু’জন নারী ও দু’জন পুরুষ রয়েছে।
ভালুকা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করলেও তাদের নামপরিচয় জানাতে পারেননি। মেহেদি হাসান বলেন, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
বাংলারদর্পন