সুবর্ণচরে বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি : শতাধিক পরিবার খােলা আকাশের নিচে

 

 

 

মাে. ইমাম উদ্দিন সুমন :

 

নােয়াখালী সুবর্ণচর উপজেলায় কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বাড়ী ঘর, গাছ-পালা, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গ্রামের সড়ক গুলিতে গাছ-পালা ভেঙ্গে পড়ায় দূর্ভােগ পাহাতে হচ্ছে পথচারীদের। সোমবার দুপুর ২টায় প্রচন্ড ঝড়ে সুবর্ণচর উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের শতশত ঘর বাড়ীর টিনের চালা উড়িয়ে নিয়ে যায় এতে উক্ত গ্রামের আবদুল মানান, আবদুল হক, আবদুল কাদের, লিটন, অলি উদ্দিন, ফারুক, নুর নবী, সিরাজ, মোস্ত¯ফা মিয়া, জামাল উদ্দিন, হক সাহেব, সোহাগ, মাঈন উদ্দিন, শেখ ফরিদ, মাওলানা ড্রাইভারের বাড়ী সহ মাট ১৫০টি বাড়ী সম্পূর্ণ বিধস্ত¯ হয়। ক্ষতিগ্রস্ত¯রা জানান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫কাটি টাকা। বর্তমানে ঐ পরিবার গুলো খােলা আকাশের নিচে বাস করছে। ৩নং চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আবুল বাশার জানান সােমবার দুপুর ২টায় ঘুণিঝড়ে দক্ষিণ চরক্লার্ক গ্রামের শতশত পরিবারের ঘর বাড়ী উড়িয়ে নিয়ে যাওয়ার খবর শুনে ঘটনারস্থ¯ল পরিদর্শন করেন। ৭নং ওয়ার্ড মেম্বার আশ্রাদুল হক জানান, অসহায় পরিবার গুলি মানবেতর জীবন যাপন করছেন, তারা অতি দ্রুত ক্ষতিগ্রস্ত¯দের পাশে দাড়াতে ¯স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন। সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ এর সাথে আলাপ কালে তিনি জানান, ঘটনাটি আমি শুনেছি এবং ঘটনারস্থ¯ল পরিদর্শনের প্রস্ত¯তি নিচ্ছি এবং ক্ষতিগ্রস্ত¯দের তালিকা তৈরী করে সহযােগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *