রাজবাড়ী প্রতিনিধিঃ ময়লার উৎকট গন্ধে অতিষ্ঠ বিনোদপুর পুলিশ ফাঁড়ি ৩নং ওয়ার্ডবাসী। পৌরসভা কর্তৃক শহরের বিনোদপুর এলাকার গুরুত্বপূর্ণ স্থান ৩রাস্তার মোড়ে ময়লার ফেলার জন্য ডাসবিন নির্মাণ করে ময়লা ফেলার কারণে একদিকে দূষিত হচ্ছে পরিবেশ অপরদিকে রাস্তার উপরে ময়লা ফেলে রাখার কারনে উৎকট গন্ধে নাকাল গ্রামবাসী ও পথচারী।
সড়কের পাশ দিয়ে পথচারীরা হাঁটার সময় নিঃশ্বাস বন্ধ করে নাক চেপে হাঁটছে, আর এই এলাকার চিত্র কবে বদলাবে সেটাই ভাবছে এলাকাবাসী।
প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সড়কের ওপর ময়লা দেখে মনে হয় ময়লার নির্ধারিত এলাকা বিনোদপুর। সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাজারের বিভিন্ন দোকান ও পাশের বাসাবাড়ীর ময়লা গুরুত্বপূর্ণ স্থানে ফেলে ময়লার ভাগাড়ে পরিণত করা হয়েছে। আর এই ময়লার উৎকট গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী।
বর্তমানে ওই সড়কে গাড়ি নিয়ে চলাই মুশকিল। বাজার ব্যবসায়ী মিরাজ হোসেন বলেন, পৌরসভার পরিছন্নকর্মীরা রাস্তার উপড়ে ময়লা ফেলার কারণে এখানকার ব্যবসায়ী, পথচারী ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে।