কামরুল হাসান :
সোমবার( ২৮ নভেম্বর ২০১৬) রাতে কোম্পানিগঞ্জ থানার এস আই রবিউল হক এর নেতৃত্বে মুছাপুর বাংলাবাজার ছোটধলী থেকে ডাকাত শিপনকে গ্রেফতার করা হয়।এলাকাবাসী সুত্রে জানা যায়, শিপন দীর্ঘদিন থেকে ডাকাতির সাথে জড়িত পুলিশ আরো একবার গ্রেফতার করেন।
সে জেল থেকে বাহীর হয়ে আবার ডাকাত দলের সাথে জডিত হয়ে যায়।ডাকাত শিপনের ৫ টি ডাকাতির মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
ওসি ফজলে রাব্বি তাকে গ্রেফতারে র সত্যতা নিশ্চিত করেন।