কামরুল হাসান: প্রকাশ- ২৯ নভেম্বর১৬।
নোয়াখালীর কোম্পানীঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার কাঁচা বাজার এলাকা থেকে রোববার রাতে হাতিয়া উপজেলার জলদস্যু বাহিনীর প্রধান আলা উদ্দিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ অফিসার রবিউল হক। ডাকাত আলা উদ্দিনের বিরুদ্ধে হাতিয়া থানায় ডাকাতি ও অস্ত্রসহ ১০ মামলা এবং কোম্পানীগঞ্জ ও চরজব্বর থানাসহ বহু ডাকাতির মামলা রয়েছে। তার বাড়ি সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ গ্রামে। সে ওই এলাকার মোঃ মাঈন উদ্দিনের ছেলে।
রোববার রাতে অপর ডাকাত মাঈন উদ্দিন রুভেল প্রকাশ গোয়েন্দা রুভেল ডাকাতকে বসুরহাট পৌরসভার জামাইর টেক এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে তার বাড়ি। ডাকাত গোয়েন্দা রুভেল ওই এলাকার আনিসুল হকের ছেলে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় বহু ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানায়। সোমবার সকালে তাদেরকে নোয়াখালী কারাগারে পাঠিয়েছে পুলিশ।