রোহিঙ্গা কিশোরের কিলঘুষিতে মওলানার মৃত্যু! 

কক্সবাজার :
রোহিঙ্গা কিশোরের কিলঘুষিতে  নুরুল হক (৫৫) নামের রোহিঙ্গা মওলানার মৃত্যু ঘটেছে। তিনি অলি হোসেনের ছেলে। ২৪ এপ্রিল শনিবার দুপুরে দেড় টার সময় টেকনাফ উপজেলার  হ্নীলা ইউনিয়নের  ২৭ নং জাদিমুড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের   এ/৩  ব্লকের বাড়ীর সামনে এ ঘটনাটি ঘটে। 

টেকনাফ  জাদিমুরা ক্যাম্পের বরাত কক্সবাজার ১৬ এপিবিএন সদর দপ্তর এক প্রেস নোটে জানানো হয়, 

২৪ এপ্রিল  অনুমান ১৩.৩০  ঘটিকায় ক্যাম্প-২৭ (জাদিমুরা)  ব্লক  এ/৩ এর  অলি হোসেনের ছেলে মওলানা নুরুল হক  মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় প্রতিবেশী রোহিঙ্গা কিশোর  মোঃ জাবের (১৩)  

(পিতা  আইয়ুব, এফসিএন নং ২৭৬৯০৫)   বাড়ীর পাশে আমগাছের নিচে বসে মোবাইলে গান শুনতেছিল। গান শুনতে  দেখে জাবেরকে ধমক দেন মওলানা নুরুল হক । তখন কিশোর  জাবের তাচ্ছিল্যের সুরে এক টাকার মৌলভী বলে। মুখের উপর এমন অপমান জনক কথা বলায়  নুরুল হক ক্ষিপ্ত হয় জাবেরকে ঝাপটে ধরে।  এক পর্যায়ে ধৃত জাবের  কয়েকটি ঘুষি মারলে নুরুল হক অসুস্থ হয়ে পড়ে।  পরে তাকে

ক্যাম্পের   টিডিসি হাসপাতালে নিয়ে যান। সেখানে নুরুল হক  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

টেকনাফ মডেল  থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মোঃ হাফিজুর রহমান। তিনি আরো জানান,

এ বিষয়ে ক্যাম্পে ইনচার্জকে (সিআইসি ) অবহিত  করা  হয়েছে  এবং জাদিমুড়া ক্যাম্পে সাধারন ডায়েরী করা হয়ছে। 

কর্তব্যরত চিকিৎসক  নুরুল হক ব্রেইনস্ট্রোক  করার কারনে মৃত্যু হয়েছে বলে জানান। মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই।

এ রিপোর্ট লিখা পর্যন্ত  নুরুল হকের লাশ তার বসত বাড়ীতে আছে। উক্ত ঘটনায় মৃত ব্যক্তির আত্বীয়স্বজনের কোন অভিযোগ নেই মর্মে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *