রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে অভিযান :২টি অস্ত্র, ব্যবহৃত ৬টি গুলি উদ্ধার

কক্সবাজার :
শনিবার  টেকনাফ উপজেলার জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের পিছনে পাহাড় বেষ্টিত গহীন অরণ্যে কথিত রোহিঙ্গা ডাকাত ও সন্ত্রাসীদের গ্রেফতারে জেলা পুলিশ ও ১৬ এপিবিএন যৌথ অভিযান পরিচালনা করে ।

কক্সবাজার পুলিশ সুপার  মোঃ হাসানুজ্জামান ও  ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিকের নেতৃত্বে  দুই ইউনিটের প্রায় তিনশত পুলিশ সদস্য এই সর্বাত্মক অভিযানে অংশগ্রহণ করে ।

শবিবার ভোর থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে এপিবিএন এর বিশেষায়িত কমান্ডো টিম এবং ড্রোন ব্যবহার করা হয় । অভিযানে ২টি দেশি আগ্নেয়াস্ত্র, ৫ টি রামদা এবং শর্ট গানের ব্যবহৃত ৬ টি গুলি উদ্ধার করা হয় ।

এরপর ক্যাম্পে মাঝিদের সাথে মতবিনিময় করা হয় । রোহিঙ্গা ক্যাম্প ও রোহিঙ্গাদের নিরাপত্তা রক্ষায় জেলা পুলিশ এবং এপিবিএন এর অভিযান অব্যাহত থাকবে  বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *