ফেনী প্রতিনিধি : খেলাঘর ফেনী জেলা অাসরের উদ্যোগে শিশু বিকাশে অন্তরায় ও করনীয় শীর্ষক কর্মশালা ও ইফতার চক্র অনুৃষ্ঠিত হয়েছে।
জেলা কমিটির সভাপতি অ্যাড. জাহাঙ্গীর অালম নান্টুর সভাপতিত্বে ও সম্পাদক সৈয়দ মনির আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম।
শনিবার বিকালে সেলিম অাল দ্বীন মিলনায়তনে অনুৃষ্ঠিত কর্মশালায় অারো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জিয়া উদ্দিন, উপদেষ্টা ডাঃ বায়েজিদ অাহমদ, সম্পাদক অাহসান হাবিব, ফেনী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, রিপোটার্স ইউনিটির সভাপতি শাহজালাল রতন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোটার খেলাঘর ফেনী অাসরের সহসভাপতি যতন মজুমদার, সাধারন সম্পাদক টিটো দত্ত প্রমুখ।