ফেনী প্রতিনিধি :
আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ গণবিচার আন্দোলনের যুগ্ম সদস্য সচিব, বিশিষ্ট অভিনেত্রী রোকেয়া প্রাচী যারা ধর্মের নামে জঙ্গিবাদে জড়িয়ে হত্যা-সন্ত্রাসে জড়াচ্ছে, তাদের সৎ পথে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গৌরবোজ্জ্বল স্বাধীনতা সমুন্নত ও মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জ্বল রাখতে, গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করতে, সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূল করে শোষণমুক্ত সমাজ-প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বাঙালি জাতিকে আবারও ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।
তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে এবং কঠোর হাতে দমন করছে সরকার। যারা বিপথে যাচ্ছে, আমি তাদের আহ্বান করব, এই বিপথ ছেড়ে তারা যেন সৎ পথে ফিরে আসে। কিন্তু এভাবে যেন তারা আত্মহননের পথ বেছে না নেয়, জঙ্গিবাদ বা সন্ত্রাসের পথ যেন বেছে না নেয়। শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত না হয়, সেজন্য শিক্ষক ও অভিভাবকদের আরো বেশি নজর দেয়ার তাগিদ দেন তিনি। তিনি বলেন, আমরা চাই, আমাদের শিশুরা মন দিয়ে লেখাপড়া করবে। অভিভাবক, শিক্ষকদের কথা শুনবে। তাদের মান্য করে চলবে। মাদক বা কোনো ধরনের জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত হবে না।
শনিবার ও রোববার (২২ ও ২৩ এপ্রিল) ফেনীর সোনাগাজীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্ দৌলা,এনায়েত উল্লাহ মহিলা কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র ভৌমিক, সোনাগাজী মো. ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সোনাগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, সোনাগাজী আল হেলাল একাডেমীর প্রধান শিক্ষক আবদুল হক, সোনাগাজী সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল রায়, সোনাগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।