এম.তানভীর আলম :
সাংগঠনিক সমস্যা চিহ্নিতকরণ, দলীয় কোন্দলের কারণ ও সমাধান নির্ণয় এবং আগামী নির্বাচনের প্রস্তুতির সম্পর্কে নির্দেশনা দিতে কুমিল্লা জেলার নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে জানিয়ে দলের সাধারণ সম্পাদক নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়েছেন।
রবিবার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কুমিল্লা জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের। বৈঠকেকুমিল্লা জেলার নেতারা ছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে মাহাবুব উল আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আবদুস সোবহান গোলাপ, বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট নেতাদের ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের সম্মেলন করতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।ওবায়দুল কাদের কুমিল্লা দক্ষিণের সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক রেলমন্ত্রী মুজিবুল হকের সাথে কথা বলেআগামী ৩০ এপ্রিল কুমিল্লা দক্ষিণ জেলার প্রতিনিধি সম্মেলনের দিনক্ষণ ঠিক করেন।
জানা গেছে, আগামী ৩০ এপ্রিল রবিবার সকাল ১০টায় নিমসার জুনাব আলী কলেজ মাঠে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সস্পাদক মাহবুবুল হক হানিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটিরসাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।