ফেনীতে সমবায় দিবসে ৩২ লক্ষ টাকার ঋণ বিতরণ

ফেনী : ০১ নভেম্বর, ২০২৫
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” সমবায় দর্শন, টেকসই উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে পুরস্কার ও চেক বিতরণ করা হয়েছে।

 

শনিবার (০১ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও র‍্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইসমাইল হোসেন।

 

জেলা সমবায় অফিসার মো. জহির আব্বাস’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক শেখ ফরিদ বাহার, জেলা সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন পাটোয়ারী, নারী জাগরণ মহিলা সমবায় সমিতির সভাপতি জুলেখা আক্তার ডেইজি, মহিপাল ফল ব্যবসায়ি সমিতির সভাপতি ওমর ফারুক, সদর উপজেলা সমবায় সমিতির সভাপতি মুন্সি সিরাজুল ইসলাম।

সমবায় সমিতির মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে গ্রামীন জনগোষ্ঠীর সমন্বয় গঠিত সমিতির উদ্যেগে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণের মাধ্যমে মাছ চাষ, হাঁস, মুরগি, গরু, ছাগল পালন শতশত নারীকে সেলাই প্রশিক্ষণ, পুরুষের নানা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থন তৈর করা ও সাবলম্বী করে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে এ সমিতি থেকে ঋন নিয়ে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

 

অনুষ্ঠানে জেলায় শেষ্ঠ সমবায়ী হিসেবে বিরিঞ্চি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষে পুরস্কার গ্রহণ করেন সাধারণ সম্পাদক ইউছুফ হাজারী।

 

এদিকে দাগনভূঞা উপজেলার চাঁদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির পক্ষে পুরস্কার গ্রহণ করেন সমিতির সদস্য দুলাল চন্দ্র দাস।

 

এছাড়া দিবসটি উপলক্ষে নারী উন্নয়নের লক্ষ্যে ৩২ জন নারীর মাঝে ৩২ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়।

সম্পাদনায় / এসএম/বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *