আল আমিন সোসাইটির আয়োজনে ২৭তম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

সোনাগাজী প্রতিনিধি :

সমাজসেবায় সোনাগাজী উপজেলার শ্রেষ্ট পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী সংগঠন আল আমিন সোসাইটির আয়োজনে ২৭তম তাফসিরুল কুুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার উপজেলার নবাবপুর ইউনিয়নস্থ পশ্চিম নাজিরপুরের আল-আমিন কমপ্লেক্স প্রঙ্গণে আল আমিন আদর্শ নূরানী মাদ্রাসার ব্যানারে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সংগঠনটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক কাজী এরশাদ উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান মুফাসসির ছিলেন, বিটিভি ও বাংলাদেশ বেতারের ধর্মীয় আলোচক মুহাদ্দিস রফিক উল্লাহ অাফসারী। বিশেষ বক্তা ছিলেন বৈশাখী টিভির ধর্মীয় আলোচক ও ঢাকা এম আই আলিম মাদ্রাসার অধ্যক্ষ ওয়ালী উল্লাহ হেলালী, বসুরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদের হেলালী, দৌলতপুর ছালামতিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা কবির আহম্মদ, সফরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আবছার।

 

 

এতে প্রধান অতিথি রাখা হয়েছিল ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন  প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলার নবনির্বাচিত (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

 

সংসদ অধিবেশনের কারণে উপস্থিত হতে না পারলেও মোবাইলে দেয়া বক্তব্যে লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, শিক্ষা বিস্তার ও সামাজিক সচেতনতা তৈরিতে আল আমিন সোসাইটি যে অবদান রাখছে তা সত্যি প্রশংসার।

 

আল আমিন সোসাইটির সফলতা কামনা করে সংসদ সদস্য বলেন, শুধু আল আমিন নয় সামাজের জন্য যারাই কাজ করবে আমি তাদের পাশে থাকবো।

 

এদিকে বিকেলে মাহফিলের পরিদর্শনে আসেন সোনাগাজী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। এসময় তিনি আল আমিন সোসাইটির কার্যক্রমের প্রশংসা করে। এলাকার উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

এছাড়াও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে সামাজিক সচেতনতামূল নানা কর্মসূচি পালন করে আসছে আল আমিন সোসাইটি। সমাজসেবায় অবদানের জন্য ২০০১ সালে সোনাগাজী উপজেলার শ্রেষ্ট সমাজসেবী সংস্থা হিসেবে পুরস্কার অর্জন করে সংস্থাটি। শিক্ষা বিস্তার, ক্রিড়া কার্যক্রম ও সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি বর্তমানে আল আমিন পাঠাগার ও আল আমিন আদর্শ নূরানী মাদ্রাসা নামে দুটি সহযোগী সংগঠন পরিচালনা করছে আল আমিন সোসাইটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *